পেয়েছি পূর্ণতা
অজিত কুমার কর


এসেছি এ ভাবে একা যেতে হবে একা
সবকিছু রয়ে যাবে যাব শূন্য হাতে
কালের নিয়ম এটা পারি না লঙ্ঘাতে
মুছে যাবে ভূমি 'পরে যত পদরেখা।
ভেসে র'বে মহাশূন্যে আমার যা লেখা
চলমান সময়ের ঘড়ির কাঁটাতে
সেকেন্ড মিনিট ঘন্টা বছর পশ্চাতে
পুরাতন হবে সব যাবে না তা দেখা।


সীমাহীন ব্রহ্মাণ্ডের আমি ক্ষুদ্র জীব
পেয়েছি যেটুকু আমি তা তো নয় কম
সীমাবদ্ধ চাহিদায় পেয়েছি পূর্ণতা।
রৌদ্র জল বায়ু মাটি রেখেছে সজীব
স্থবির কখনো নয় জীবন জঙ্গম
অটুট রেখেছে ধরা চিত্তে সজীবতা।


© অজিত কুমার কর