ফিরে পেলাম কৈশোর
অজিত কুমার কর


ফিরে পেতে ইচ্ছে করে
ফেলে আসা রঙিন দিন
যৌবন নয় চাই কৈশোর
পারবি দিতে আলাদিন?


কোনও কথাই বলল না সে
উঠল জ্বলে প্রদীপ তাঁর
এক লহমায় ভেলকিবাজি
বয়স হল দশ আমার।


শুরু হল দস্যিপনা
ভরদুপুরে নেইকো ঘুম
ঢিল মেরে আম পেড়ে এখন
নুন মাখিয়ে খাবার ধুম।


মা কি আমার নাগাল পাবে
এক্কেবারে অসম্ভব
ফিরলে শাস্তি পাবার আগেই
ঠাম্মা হবে ঠিক সরব।


ফিরে পেলাম সোনালি দিন
আলাদিনের দৌলতে
রেখে দিলাম গুছিয়ে এটা
একটা কাঠের কৌটতে।


© অজিত কুমার কর