#           ফুল পাঠাল দুর্গাপুজোর
                অজিত কুমার কর


   কোন দেবতা ছড়িয়ে দিল স্বর্গ হতে ফুল
  মর্ত্যে উমার পূজার জন্য কে এত ব্যাকুল!
           'আরতো মাত্র ক'দিন বাকি
            চুপটি  করে কেমনে থাকি
তাই এখনই পাঠিয়ে দিলাম রক্ষিত দুই কুল।
           বঙ্গে এবার ফুলের অভাব
           কীটপতঙ্গের খুব প্রাদুর্ভাব
    বর্ষাকালে প্রবল খরা, এখন ছাপায় কূল।
   একশো আটটা পদ্মকলি না হলেই যে নয়
না পেলে তো ডাকবে আমায়, তখন যেতে হয়।


তাইতো জলে ভাসিয়ে দিলাম ভরা বান এখন
স্বর্গোদ্যানের ফুল এগুলো, তাজা তাই এমন।
            জল থেকে ফুল তুলে নেবে
            পুজোর সময় পরিয়ে দেবে
     অঞ্জলিতে লাগবে কাজে বাসনা পূরণ।
               মহামায়া অবাক হবে
              বঙ্গদেশের মহোৎসবে'
'এমন পুষ্প কোথায় পেল, ভরিয়ে দিল মন।
কৈলাসে তো এ ফুল ফোটে, এটা মর্ত্যলোক
রহস্য কী জানতে বাকি, সবদিকে ওর চোখ।'