পিঠা তৈরি করবে কবে
অজিত কুমার কর


শীত পড়েছে শিশির ঝরে রাতে
তুমি কি খুব ব্যস্ত সারাদিন?
পিঠা তৈরি ক'রছ না মা কেন
যায় না ভোলা স্বাদ তুলনাহীন।


তাহলে যাই আনি নলেনগুড়
পাটিসাপটা বানাও তুমি আজ
ফোন করলে দিদিও এসে যাবে
শুনে বদল মা'র মনমেজাজ।


হাসিমুখেই চাল ভিজিয়ে দিল
শিল নড়াতে বাটল ভিজে চাল
জামাইবাবু দিদি যেমনি এল
বদলে গেল পুরো বাড়ির হাল।


এসেই দিদি ঢোকে রান্নাঘরে
'করছি আমি, তুমি দাড়াও পাশে'
মা'র কাছেই সব শিখেছে দিদি
'কর তাহলে', বলে মুচকি হাসে।


পাটিসাপটা পুলি পিঠাও হল
এইমাত্র বাবা ফিরল ঘরে
জামাইবাবু প্রণাম করে গিয়ে
'কখন এলে?', শুধায় সমাদরে।


বসে গেলাম মাদুর পেতে খেতে
পরিবেশন করল দিদি একা
ক'টা খেলাম গুনতি কে বা করে
খেয়েদেয়েই শুরু কাব্য লেখা।


© অজিত কুমার কর