পরাব তোমারে এখন এ মালা
গেঁথেছি প্রভাতবেলা
সাজাবো যতনে পাতা ফুল দিয়ে
ভাসাব সাগরে ভেলা।


এড়াবে না ভেলা তোমার নজর
অতি ধীর ওর গতি
যেখানেই যাক জানিয়ে দিলাম
তুমি নৃপতি ভূপতি।


এ পৃথিবী ঘোরে আপন খেয়ালে
অবিরাম দিবানিশি
দূর হতে দেখে ওকে ধ্রুবতারা
দেখে ওকে শত ঋষি।


বিচলিত নয় একটুও আমি
প্রণতি আনতশিরে
রাঙাব চরণ প্রতিদিন প্রাতে
লাল-হলুদ আবিরে।