পরিচিত বট


কাঁসাই নদীর তীরে বুড়ো সেই বট
উশকোখুশকো চুল
আশেপাশে বনফুল
জটাধারী শিব যেন পরিধানে  চট।


নিকটেই পাঠশালা, একশো মিটার
শীতলা-মা শিব আছে
দেবী দেব দুই কাছে
যখনতখন গিয়ে দেখি বারবার।


মেটাদের খেয়াঘাট পারাপারে সাঁকো
নদীতে বাড়লে জল
নৌকাতে চলাচল
যাত্রী না বেশি হলে দাঁড়িয়েই থাকো।


সেসব দিনের ছবি  হয়নি মলিন
ফিরে যাই শৈশবে
ভরা ছিল বৈভবে
কোথায় এসেছি ফেলে রঙিন সে' দিন।


#অজিত কুমার কর