রাতে শুধু ঘুমাই না মা গল্প করি কত
পরি এসে ডাকলে আমায়, দুজন অবিরত।
প্রজাপতির মতোই ডানা বসে আমার পাশে
তারার মতো ফুলকি ওড়ে যখন পরি হাসে।


বলল আমায়, 'যাবে নাকি উড়ে আমার দেশে'
'মা যদি দেয় যেতে, যাব, বলি তখন হেসে'।
'মা কে না হয় বলবে পরে, চলো আমার সাথে
ফিরে এসে জানিয়ে দিয়ো পলাশ-রাঙা প্রাতে।'


না জানিয়ে দিলাম পাড়ি পরির দেশে উড়ে
ফুটে আছে অজস্র ফুল সারা বাগান জুড়ে।
গুনগুনিয়ে উড়ছে ভ্রমর প্রজাপতির মেলা
ওখানেই তো খেলে ওরা প্রত্যহ দুইবেলা।


ভিড়ে গেলাম পরির দলে নতুন পোশাক পরে
খালি পায়ে ছুটে বেড়াই ওদেরই হাত ধরে।
জানি না মা রাত্রি কত যখন ফিরি বাড়ি
হলদে পরি পৌঁছে দিল আমায় তাড়াতাড়ি।