তুমি আমার প্রথম দেখা চিলকিগড়ের মেয়ে
শাল-পিয়ালের বনের পথে থাকতে পথ চেয়ে।
কাজলকালো চুলের রাশি কোমল হাসি মুখ
চোখের তারায় উঠত ফুটে ছলকে মনের সুখ।
সে দিন ছিল পূর্ণিমা রাত ঝুমুরমেলা গাঁয়ে
পথ আটকে দাঁড়িয়েছিলে ফেললে বিষম দায়ে।
পিছু পিছু চলছি আমি উথালপাতাল মন
তোমার খুশি বাঁধনহারা হাসছে সবুজ বন।
কিনলে তুমি জরির ফিতে টিকলি ঝুমকোদুল
ফুচকা খেয়ে ফেরার পথে গুঁজলে মাথায় ফুল।
ডুলুং নদীর ধারে বসে কাটল কিছুক্ষণ
চাঁদের আলো নদীর জলে করছে আলিঙ্গন।
ছেড়ে আসার সময় দেখি তোমার চোখে জল
ঝাপসা হলো চশমা আমার লুকোই করে ছল।
Tumi amar prothom dekha chilki gorder meye
shaal-piyaler boner pothe thakte potho cheye.
meghbaron chuler rashi komol hashi mukh
chokher taray uthto fute chholke moner sukh.
se din chhilo purnima raat jhumur mela ganye
path atke danriyechhile felle bishom daaye.
pichhu pichhu cholchhi ami uthaal pataal mon
tomar khushi bandhan hara haschhe sabuj bon.
kinle tumi jorir fite tikli jhumkodul
fuchka kheye ferar pothe gunjle mathai ful.
Dulung nodeer dhare bose katlo kichhukhan
chander alo nodeer jale korchhe alingan.
chherde asar somoy dekhi tomar chokhe jal
jhapsa holo chasma amar lukoi kore chhal.