তুমি পাশে ছিলে পূর্ণিমারাতে নদীতটে।
চারিদিক ছিল শুনসান।
কেবল জেলেরা ছোট ছোট ডিঙিতে
জাল নিয়ে যাচ্ছিল ভাটিপথে।
কতক্ষণ হাতে হাত রেখে
অপলকে তোমাকে দেখছিলাম
আজ মনে নেই। শুধু এইটুকু জানি
চাঁদ অনেকটা পথ পেরিয়ে পশ্চিমঘাটে।
কত কথাই না হয়েছিল সেদিন,
ছিল না কি একটুও হৃদয়ের ছোঁয়া?
সাক্ষী শুধু মাস্তুলের মাথায় জেগে থাকা গাঙচিল।
জোছনা বিছানো কুলু কুলু বয়ে চলা জলে
আলোর ঝিকিমিকি যেন মরীচিক।.....


আজ জীব্ন-সায়াহ্নে চোখে ভাসে
ফড়িংয়ের মতো ডানা মেলে তোমার আগমন
স্মৃতিতে আজও অমলিন
সেদিনের সেই বসে থাকা।