পরাধীনতার শৃঙখল আষ্টেপৃষ্ঠে জড়ানো
মোচনের জন্য অকালে ঝরে হাজারো গোলাপ।
মানসম্ভ্রম পদদলিত। মনের বেদনা নীরবে অন্তরালে
ডুকরে ডুকরে ওঠে।
লুকিয়ে রাখতে হয় দগদগে ঘা জীবনভর ---


কী জানতে চাও?
কেন বলবো পাশবিক লাঞ্ছনার কাহিনী।
তাহলে কি সবাই বলবে আমি গরিয়সী?
নাকি পাবো স্বামীর কোমল স্পর্শ, কানে কানে বলবে
তবুও ভালোবাসি, সাথে থাকবো জীবনভর।
না, তা অলীক কল্পনা।
ঘৃণার চোখে তাকাবে সবাই।
স্থান হবে অন্ধগলিতে।
এ সমাজ বড় নিষ্ঠুর, অমানবিক।
আর তোমরা ----
তোমরা পাবে করতালি, পুরস্কার।


(মুক্তিযুদ্ধের পটভূমিকায় লেখা)