নিরাশা সরিয়ে
আশাদীপ জ্বালো,
পাবে উজ্জ্বল আলো। ১

শ্রীচরণে শরণ,
দুঃখকষ্ট পাপতাপ
অচিরে হরণ। ২

ত্যাগে শান্তি
ভোগে কষ্ট,
লোভে স্বভাব নষ্ট। ৩

গরলে ভরা
রাংতামোড়া পানও,
মানো বা না মানো। ৪

কচুরিপানা তল পায় না
বেড়ায় ভেসে ভেসে,
প্রস্ফুটিত শেষে। ৫

মেঘলা আকাশ কৃষ্ণকলি
অন্তিম লগ্নে উজ্জ্বল
মনোরম স্বর্ণালি গোধুলি। ৬

সম্পর্ক নিবিড় হলে,
সোহাগের উত্তাপে
হিমানী গলে। ৭

অপূর্ণতায় ঘট পূর্ণ,
খুশ রহো
হয়ো না  চূর্ণবিচূর্ণ। ৮

যোগবিয়োগ সতত
কেন মুহ্যমান
আরও দেখবে কত। ৯

আংশিকে নিষ্প্রভ
পূর্ণগ্রাসে আঁধার,
তবু অবিচল নভঃ। ১০