অঝোর ধারায় বৃষ্টি ঝরে
ব্যাঙের গ্যাঙর গ্যাং
পিছল পথে হড়কে দাদু
ভাঙল দুটি ঠ্যাং।
থাম বৃষ্টি থাম
জল থইথই মাঠ-ঘাট-পথ
এটাই কি তোর কাম?


থর-সাহারায় যা-না ছুটে
ভিজিয়ে দিবি বালি
ঘাস গজিয়ে সবুজ হবে
রইবে না আর খালি।
রাখ-না ধরে জল
পথ যদি না চিনতে পারিস
মেঘ কে ডেকে বল।


বাসার ভিতর পাখির ছানা
হাঁ করে পথ চেয়ে
খাবার কিছুই জোটেনি আজ
রয়েছে নাই খেয়ে।
তোর কি দয়া নাই?
মা ফেরেনি মরেই যাবে
তারই আভাস পাই।