টরোন্টোতে বিশাল ভিড়
টিকিট-হাহাকার
স্বাদ বুঝেছে যে সব মানুষ
দেখবে বারংবার।


দ্বিতীয় পালা বস্ত্রহরণ
অসহায় দ্রৌপদী
পাশা খেলায় হার মেনেছে
চোখে অশ্রু নদী।


কৃষ্ণসখা রক্ষা করো
লুটায় যে সম্মান
পঞ্চভ্রাতা নীরব বসে
সইছে অপমান।


বিচক্ষণ যুধিষ্ঠির
করল এমন ভুল
মনস্তাপে পুড়ছে ওরা
পায়নি খুঁজে কূল।


দ্রৌপদীর কাতর ডাক
বিবেকে দেয় নাড়া
অনন্ত এক বস্ত্র দিয়ে
দিলেন তিনি সাড়া।


নারীর এত অসম্মান
সইতে কে বা পারে
কৌরবদের বুদ্ধিনাশ
বিনাশ এল দ্বারে।