এণ - এসো কাছে
কচি তৃণ আছে
খুঁজে খুঁজে কেটে আনি সব কাজ ফেলে,
একা আমি রই
সাথি পাই কই
চুপচাপ বসে থাকি খেলি কাছে পেলে।


ভয় নেই কিছু
ছুটি তোর পিছু
হয়রান হয়ে আমি পথে বসে যাই,
নই আমি বাঘ
গায়ে নাই দাগ
তবু কেন এত ভয় কাছে পেতে চাই।


দেবো নুন-জল
দেহে পাবি বল
কত জোরে দৌড়োবি বনপথ ধরে,
বসে রই আমি
দরদর ঘামি
বড় বেশি একা লাগে যেই ফিরি ঘরে।