শরৎ এলে মেঘের কোলে
             উড়বে হাঁস
বঙ্গজুড়ে সোনালি রোদ
            সফেদ কাশ।


শরৎ এলে হিম-পরশে
           শিরশিরানি
‘যাচ্ছি  চলে’ বর্ষা বলে
         ‘নাই রে পানি’।


শরৎ এলে শিশির কণা
          পাতায় ঘাসে
দিঘির বুকে পদ্ম ফোটে
          মধুপ আসে।


শরৎ এলে মনের কোণে
         পুলক জাগে
গন্ধভরা শিউলি ফোটে
        মিষ্টি লাগে।


শরৎ এলে আলোর বেণু
       উঠবে বেজে
ছোটোর সাথে বড়রা সব
       মাতবে সেজে।
  
শরৎ এলে হারিয়ে যাবে
       দুঃখ ব্যথা
অহর্নিশি জাগবে মনে
      খুশির কথা।


শরৎ এলে আসবে উমা
     সদলবলে
একটুখানি দুলিয়ে দিয়ে
     যাবেই চলে।


শরৎ এলে প্রবাস থেকে
      আসবে ঘরে
সবার সাথে লুটবে মজা
      আয়েস করে।


শরৎ এলে পাহাড়চূড়া
      কেবল ডাকে
বেরিয়ে পড়ে বঙ্গবাসী
      আর কি থাকে?