উঁচু উঁচু অট্টালিকা কংক্রিটের পথ
নিরুদ্দেশ মাটি ঘাস কাঁদে মনোরথ।
পাশাপাশি দুটি খাট একা আমি ঘরে
খাটের ওপর বসে গীতাখানি ধরে।  
সারাদিন খাঁ-খাঁ ঘর পড়ে না যে মন
মাঠঘাট ঝিল নাই নাই কোনো বন।
কত কী ছিল তো গাঁয়ে গোয়ালেতে গরু
মাঠে মাঠে ধান পাট এটা যেন মরু।


সবুজের সোহাগেতে ছিনু একা বেশ
শিশুদের কোলাহলে দিন হতো শেষ।
কেটে গেছে যেথা কাল ফিরি সেই গাঁয়ে
বাঁশ-তাল-আম-জাম রয়েছে দাঁড়ায়ে।
কেবা চায় অত সুখ হুহু করে মন
গাঁয়ে আছে পশুপাখি আত্মীয় স্বজন।