কেন যে ঢোকে না কানে বেদনা মায়ের
কার কাছে এ নালিশ করিবে দায়ের।
যাদের জন্য জীবন করে গেছে পাত
ফিরেও চায় না তাঁরা মরমে আঘাত।
দেবার মতো যে আর কিছু নাই হাতে
বিলিয়ে দিয়েছে সব সুখে থাকে যাতে।
প্রত্যাশা যেটুকু ছিল যেন মরীচিকা
বিদায়ের দিন গনে দেখে অহমিকা।


অনাদর অবহেলা লাঞ্ছনা গঞ্জনা
মুখ বুজে সহে মাতা অসহ্য যন্ত্রণা।
এটাই কি লেখা ছিল ভাগ্যের লিখনে
অসহায় জননীরা ভাবে সদা মনে।
গাছের নবীন পাতা মলিন হবেই
ঝরার পরেই হবে স্থান মাটিতেই ।