পৌঁছে গেছি চাঁদে
অজিত কুমার কর


পৌঁছে গেলাম সত্যি সত্যি আজ সন্ধ্যায় চাঁদে
না না পড়ে যায়নি আমি গর্তে কিংবা ফাঁদে।
ও বুড়িমা কোথায় তুমি দাঁড়িয়ে আছি এসে
তোমার দেশেই চলে এলাম বিক্রমে অক্লেশে।


শুনতে পেলাম প্রতিধ্বনি পাইনি কারও সাড়া
সামনে দেখি বিরাট গর্ত সত্যি নজরকাড়া।
পাশেই একটা উঁচু পাহাড় চূড়ায় জ্বলছে আলো
তলদেশে নিকষ আঁধার একদম ঝিমকালো।


চরকা, তুলো কিচ্ছুটি নেই শীতল মরুভূমি
আমার সাথে দেখা করতে চাও না কেন তুমি?
ঠান্ডাতে কী জমে গেছে বুড়িমায়ের দেহ
এটাই ঘটার সম্ভাবনা উদ্ধারে নেই কেহ।


প্রচন্ড শীত ঘোরা দুষ্কর  ঢুকে যাই প্রজ্ঞানে
শীতের পোশাক যদিও আছে রইব কী সজ্ঞানে।
'পৃথিবীতে ফেরার রাস্তা বন্ধ চিরতরে'
জানিয়ে দিল রোবট আমায় 'ফিরবে কেন ঘরে?'


প্রাণীর বেঁচে থাকার রসদ কোথায় মজুত আছে
পৃথিবীতে তা পেয়েছি সবই গাছের কাছে।
এতক্ষণ কী ছিলাম আমি গভীর ঘুমঘোরে
ভাবছি বুঝি জীবিত নেই ঝাকুনি খুব জোরে।


© অজিত কুমার কর