যা আছে দাও, আপত্তি নেই, তাতেই আমি রাজি
রোদ উঠেছে চড়বড়ে বেশ ক’দিন পরে আজি।
সহাগি বউ বাড়িয়ে দিল পান্তাভাতের কাঁসি
কাঁচালঙ্কা মুড়ি পেঁয়াজ, ইলিশ দু’পিস বাসি।


গিন্নি এসে বসল পাশে জামভরা ভাত নিয়ে
গতরাতের সেদ্ধ আলু মাখা পেঁয়াজ দিয়ে।
ভাগাভাগি করে খেলাম শীতের রোদে বসে
পিঠে গরম ঠান্ডা পেটে, কাটল হাস্যরসে।


সোনালি ধান আনবো ঘরে উঠবে গোলা ভরে
ফসল কাটার সময় এখন চলবে এ’মাস ধরে।
বয়ে আনা ঝাড়া মাড়া, হামারজাত করা
আপন হাতে করার চলন এটাই পরম্পরা।


শিউলিসখা ঘুরছে গাঁয়ে কলশি নিয়ে শিরে
খেজুররসের অপূর্ব স্বাদ, ভিড় জমেছে ঘিরে।
নবান্ন আর পুলিপিঠে মাসের শেষে হবে
মন মজে রয় নলেনগুড়ে, পায়েসের সৌরভে।