প্রকৃতির কাছে ঋণী
অজিত কুমার কর


ক্ষমতা আমার কিচ্ছুটি নেই
যা বলে তাইতো লিখি
মিতালি রয়েছে ওদের সাথেই
রোজ রোজ কিছু শিখি।


ওরা না থাকলে লেখাই হত না
বাড়ছে ঋণের বোঝা
পাখির কাকলি, জল-তরঙ্গ
যায় সহজেই বোঝা।


বউ-কথা-কও যেই এসে ডাকে
কান পেতে আমি শুনি
ওর  কথাতেই মাধুরী মিশিয়ে
কল্পনা-জাল বুনি।


যে ভাষায় নদী কলকল করে
করে ফেলি অনুবাদ
অর্থপূর্ণ শব্দ জোগাতে
অভিধান ওস্তাদ।


প্রকৃতির কাছে ধার করি সব
সম্বল কিছু নাই
অকপটে সব স্বীকার করছি
লিখে আনন্দ পাই।


© অজিত কুমার কর