প্রমোদ ভ্রমণ
অজিত কুমার কর


কোয়েলা সই আমায় ডাকে
'কোথায় যাবি? বল আমাকে।'
পাখনা মেলে দিল উড়াল
সারা আকাশ সিঁদুরে লাল।


উড়ছি আমি ওর পিছনে
থামল গিয়ে পলাশ বনে।
বনের পথে ঘুরে বেড়াই
ইচ্ছে করে হারিয়ে যাই।


মহুয়া শাল শিমুল পাশে
কৃষ্ণচূড়া দেখেই হাসে।
ওরাও এসে জুটল সাথে
খুশির রেখা নয়নপাতে।


রাঙা ফাগুন বনে আগুন
আসছে ভেসে বাঁশিতে ধুন।
বুকে আমার মাদল বাজে
যেই বলেছি মরল লাজে।


এগিয়ে যাই ঝরনা দেখে
ঠিক তখনি উঠল ডেকে
ময়না-টিয়া, 'যাবে কোথায়?
কত শ্যাওলা জড়াবে পায়!'


© অজিত কুমার কর