অ-আ-ক-খ, কর-খল
সঞ্জীবনী সুধা, আশা
অবলীলায় বেরিয়ে আসে
আমার মুখে বাংলা ভাষা।


বিদ্যাসাগর যোগীন্দ্রনাথ
কাজী নজরুল বিশ্ব কবি
ওদের দেওয়া অমূল্য ধন
ও'সব দিয়ে আঁকছি ছবি।


জননীরা স্তন্য দিয়ে
যত্নে শিশু লালন করে
তেমনি করে বাণী শেখায়
ভাষা-মা'ও ধৈর্য ধরে।


বাংলা গানের সুরের ছোঁয়া
বাড়িয়ে চলে সুসম্প্রীতি
পদ্যে গদ্যে লুকিয়ে আছে
সহিষ্ণুতার শিক্ষা-রীতি।