পুষ্পাঞ্জলি দিয়ে ফেরা হলো না আমার
পিছনে দাঁড়িয়ে ও কে, প্রথম দর্শন
চকিতে নামালো চোখ হারালো এ মন
সাথে আরো দুই সখী অঞ্জলি আবার।
বাড়িয়ে দিলেম ফুল দেখি বারংবার
কপালে হলুদ টিপ বাসন্তী বসন
ধারালো যুগল ভুরু শ্যামল বরন
ভীরুতা জড়ানো চোখ দৃষ্টি ক্ষুরধার।


মনের বাসনাটুকু দেবীকে জানাই
কপালে তিলক এঁকে দিলো পুরোহিত
প্রণামীর বিনিময়ে বিল্বপত্র পাই
প্রাপ্তিতে ভরিল ঝুলি হাসি আশাতীত।
পাখিরা কোথায় যায় অজানা ঠিকানা
অপলকে দেখি চেয়ে দিগন্ত সীমানা।