কে গো তুমি মুখ ঢাকা মহিয়সী নারী
চিনি চিনি ভাবি তবু চিনিতে না পারি।
মনে হয় পরিচিত দেখেছি কোথায়
যমুনাপুলিনে নাকি কদমের ছায়।


তারকার মতো আঁখি কবি কবি ভাব
বীণাপাণি কৃপাবলে পূরণ অভাব।
রমনীয় হাসিমুখ অধরা এখন
মুখোশের ছবি দেখে  ভরে না তো মন।


পলক পড়ে না চোখে অতল সাগর
মেঘে ঢাকা চাঁদ যেন কোথা শশধর।
শশধর খায় ঘাস জোগাবে কে ওকে
উদর ভরে না ওর চোখের আলোকে।


আমারে চেন কি তুমি এসেছি নতুন
শুনেছি অনেক কথা বলে নবারুণ।
বলে গেল কানে কানে  ও' তোমারে চেনে
তোমারে সাজিয়েছিল পারিজাত এনে।