*              যুগ্ম লিমেরিক
              ##প্রস্ফুটিত পদ্ম##


     নদী শব্দের শব্দরূপ নদী নদ্যৌ নদ্য
   বলতে পারি অনায়াসে পদ্য এবং গদ্য।
            সংস্কৃতে, নয় বাংলাতে
            দিবসে নয়,শেষ রাতে
বেহুঁশ থাকি দিনে সাঁঝে পান করি যে মদ্য!


    প্রিয়দর্শী মোনালিসা আগচ্ছসি অদ্য?
শোনাব আজ যা ভেবেছি, দারুণ, অনবদ্য!
             ফলম ফলে ফলানি
           আসবে তুমি ঠিক জানি
   তব আননখানি যেন প্রস্ফুটিত পদ্ম।


## অজিত কুমার কর