খুঁজে খুঁজে এতদিন হয়েছি বিফল
সেদিন প্রত্যুষে দেখি সম্মুখে হাজির
দেখে আমি হতবাক হলাম অস্থির
আঁধারে এসেছে খুঁজে দুনয়নে জল।
সাগরের চেতনায় তৈরি অবিকল
ঋজুরেখ দেহ তাঁর সদা উচ্চ শির
অন্যায়ের প্রতিবাদ সর্বদা গম্ভীর
দৃঢ়তার প্রতিমূর্তি সংকল্পে অটল।


বঙ্গ জুড়ে হানাহানি বড় দুঃসময়
কালিমালিপ্ত মন দুরারোগ্য রোগ
অস্থিরতা অবিরাম দিবসেও ভয়
অশান্ত শহর-গ্রাম চরম দুর্ভোগ।
কঠিন দুরূহ কাজ ভরসা তোমায়
ধীর-স্থির সৌম্যমূর্তি সেই চটি পা'য়।