পুণ্যবল
অজিত কুমার কর


এই যে এত প্রাণী উদ্ভিদ
এসব সৃষ্টি কার,
কেমন তিনি থাকেন কোথায়
কী পরিচয় তাঁর?


যেদিন প্রথম এই পৃথিবীর
আলো বাতাস পাই,
প্রথম দেখি মায়ের শ্রীমুখ
তুলনা তাঁর নাই।


এ যে পরম পুণ্য আমার
পেলাম মায়ের কোল,
কান্না দিয়ে জীবন শুরু
ওটাই প্রথম বোল।


বিধাতা না সহায় হলে
সৃষ্টি হয় না প্রাণ,
সৃজিত প্রাণ কর্ম করুক
এটাও তিনি চান।


পেয়েছি তো অনেক কিছু
দেবার পালা আজ,
সাধ্যমত তাই প্রতিদিন
করছি কিছু কাজ।


© অজিত কুমার কর