পুণ্যশ্লোক গৌতম বুদ্ধ
অজিত কুমার কর


শান্তির বাণী ছড়িয়েছো তুমি রাখেনি মনে
ঘৃণা-হিংসাকে সঙ্গী করেছে নয় গোপনে।
অশান্ত আজ সারাটা বিশ্ব
হবে না কেহই তোমার শিষ্য
স্বার্থপরতা, রণহুঙ্কার অসহনীয়
মুক্ত মনের মানুষ এখন প্রয়োজনীয়।


শান্তির পথ ভীষণ দীর্ঘ, ধৈর্যহীন
সকরুণ দশা শ্রেষ্ঠ জীবের দীনের দীন।
চেতনা বিবেক হোক জাগরুক
সারবে তখনি কঠিন অসুখ
ভালোবাসা দিয়ে জয় করা যায় খুব সহজে
এই অনুভূতি জাগুক চিত্তে তাঁর গরজে।


© অজিত কুমার কর