রাত-আকাশে খুঁজে বেড়াই
অজিত কুমার কর


দিন-আকাশে কেবল সূর্য রাতে চন্দ্র তারা
উদয় এবং অস্ত দেখে অনাথ এই বেচারা।
ঠাম্মা-দাদু, মা ও বাবা, 'বলো কোথায় থাকো
খুঁজে বেড়াই ঘুমঘোরে যখন আমায় ডাকো'।


সবাই বলে, 'মা আছে তোর ওই আকাশের বুকে'
চিনিয়ে কেন দেয় না আমায় কষ্ট যেত চুকে।
খোলা মাঠে খোলা আকাশ তারার ঝিকিমিকি
তন্ন তন্ন করে খুঁজে দেখি চতুর্দিকই।

বশিষ্ট তো অরুন্ধতীর খুব নিকটেই থাকে
তোমরা থাকো কোন আকাশে দাও না সাড়া ডাকে?
সন্ধ্যাতারা সন্ধেবেলা শুক ও শারি ভোরে
ওদের দেখা নিত্য মেলে চক্রাকারে ঘোরে।


হইনি নিরাশ যাচ্ছি খুঁজে একদিন ঠিক পাবো
তখন বাধা মানব না আর কাছেই চলে যাবো।
কত কথাই মনে পড়ে যাইনি কিছুই ভুলে
বাবা বকলে ঠাম্মা আমায় কোলেই নিত তুলে।


কত সুন্দর কাটত সময় এখন বড়ই একা
ভাঁজ পড়েছে কপালে গা'য় কত বক্ররেখা।
বিষন্নতায় ভরা ভুবন কষ্ট সয়েই থাকি
ঠিকানাটি বলবে কখন কানটা খাড়া রাখি ।


© অজিত কুমার কর