রহস্য উন্মোচন হবে কি
অজিত কুমার কর
'সুবিচার চাই' এই দাবিতে আন্দোলন
চালিয়ে যাচ্ছে আমজনতা রোজ এখন।
কারা ধর্ষক, কেন হত্যা, কী মোটিভ?
এসব জানতে মানুষ অত্যন্ত উদগ্রীব।
আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত মুখ মলিন
আসবে কবে ভারতবর্ষে আচ্ছে দিন?
সদিচ্ছাটাই আছে কী না সন্দেহ
রমণীদের রক্ষা করার নেই কেহ।
অধিক আয়ের জন্য চালায় সিন্ডিকেট
কে কতভাগ পাবে আছে বাঁধা রেট।
পথের কাঁটা ব্যাগড়া দেবে সরায় তাই
আড়ালে রয় অতি চালাক দলের চাঁই।
খুনের পরেই তথ্য-প্রমাণ সব লোপাট
সাতসকালে সেমিনার হল গড়ের মাঠ!
সত্যটাকে চাপা দিতেই জল্পনা
সময় লাগল সারাটাদিন অল্প না!
মৃতার দেহ পুড়িয়ে দিল রাত্রিতে
পুলিশগুলো ফিরল ঘরে শান্তিতে।
তথ্য যদি না খুঁজে পায় সিবিআই
সত্যিকারের দোষীদেরও শাস্তি নাই।
© অজিত কুমার কর