রহিমচাচা বড়ই রসিক
অজিত কুমার কর

হরেকরকম পোশাক পরে
মস্ত বড় দাঁড়ি,
দারুণ রসিক রহিমচাচা
সারায় বিকল গাড়ি।

মজুরি সে নেয় না হাতে
সবাই বাক্সে ফেলে,
দিনের শেষে বাক্স ভর্তি
বউ গুনে সব ঢেলে।

ঘরে যত্ন বাইরে খাতির
মধুর হাসি মুখে,
সারাটাদিন কর্ম করে
আছে পরম সুখে।

পাশাপাশি অনেক দোকান
মাছি তাড়ায় বসে,
চাচার কাছে কেন যে যায়
কঠিন অঙ্ক কষে!

সব রহস্য ব্যবহারে
তাই সকলে আসে,
কে কী দিল দেখে না সে
খুশির ভেলায় ভাসে।

© অজিত কুমার কর