রাখিবন্ধন
অজিত কুমার কর


ভোর হয়েছে উঠল রবি ভরল আলোয় বাহির ঘর
আজকে এমন খুশির দিনে বিচার্য নয় আপন পর।
কবিগুরুর কথায় সুরে শুনিয়ে দেবো একটি গান
ভালোবাসার বার্তা শুনে জুড়িয়ে যাবে দগ্ধ প্রাণ।


কেউ রবে না ব্রাত্য দেশে বাঁধবো হাতে প্রীতির ডোর
একই রক্ত বইছে দেহে কাটুক ওদের ভ্রমের ঘোর।
মনকাননে উড়ছে অলি করছে ওরা গুঞ্জরন
চতুর্দিকে খুশির আমেজ টাটকা তাজা মানব-মন।


উজাড় করা সোহাগ দিয়ে মেটাবো আজ মনের খেদ
ছোট্ট এমন প্রীতির বাঁধন ভুলিয়ে দেবে সব বিভেদ।
মিলনরাখির শক্তি প্রচুর রইবে অটুট জীবনভর
মনের আঁধার দূর করে দেয় যেমন করে রবির কর।


সবার হাতে বেঁধে দিলাম তৈরি রাখি সব রঙিন
বছরে তো রোজ আসে না মধুমাখা এমন দিন।
নারিকেলের নাড়ু দিলাম এসব প্রিয়তমার কাজ
কণ্ঠে সবার মিলনগীতি প্রকৃতিও আজ দরাজ।


© অজিত কুমার কর