রক্ষাকবচ
অজিত কুমার কর


নাচছ তো বেশ তাথই তাথই ও রং কদিন রবে?
মাতোয়ারা গৈরিকীগৌরবে
শিকড়ই নেই ওই গাছটার গজাক কিছু আগে
বৃক্ষ কেবল তখন খাড়া র'বে।


সুনামি নয় হালকা হাওয়ায় অবস্থা নড়বড়ে
এক নিমেষে ওতেই গেল উড়ে
ভবিতব্য এটাই ছিল মিথ্যা মুখের বুলি
মোটেও নয় কান্ড অদ্ভুতুড়ে।


গিরগিটিরা আত্মরক্ষায় বদলায় গা'র রং
দুর্নীতিতে লিপ্ত মানুষ ভাবে
ওটাই বোধহয় বাঁচার জন্য একমাত্র পথ
রক্ষাকবচ তাঁকে ঠিক সামলাবে।


© অজিত কুমার কর