রণহুঙ্কার দাও  আরবার
অজিত কুমার কর


তুমি নেই তাই আসে না তো আর মৌটুসি বুলবুল
প্রণাম জানাই প্রয়াণ দিবসে নতশিরে নজরুল।
কবি তুমি গাও শুনবো আমরা শিকলভাঙার গান
ঝিমিয়ে পড়েছে যুবক-যুবতি যেন সব নিষ্প্রাণ।


অক্ষরে আর সেই তেজ নেই দেয় না তাই আমল
যথেচ্ছাচার চালিয়ে যাচ্ছে দেশের শাসক দল।
সংখ্যাগরিষ্ঠতার জোরেই চালায় বুলডোজার।
গণতন্ত্রের বীভৎস রূপ কই এর প্রতিকার।


পাব কী পাব না সোনার ভারত বলবে ভবিষ্যৎ
'কী কর তোমরা', বলতেই পার কী দেবো কৈফিয়ত।
আমাদের কথা বাতাসে মিলায় করে না কর্ণপাত
মনে হয় শুধু কালি অপচয় ভেবে মরি দিন রাত।


জনতার ভোটে ওরা গদিয়ান এটা ওরা ভুলে যায়
ভোট এলে ফের অর্থ বিলিয়ে পায় জনতার রায়।
সৎ মানুষের বড়ই অভাব ভীষণ স্বার্থপর
যেভাবেই হোক জেতাতেই হবে লেগে পড়ে অনুচর।


তেমন দৃপ্ত কণ্ঠে বলনা হুশিয়ার হুঁশিয়ার
তাহলে ওদের ফিরবে চেতনা শুনে ওই হুংকার।
গোলামি করার রক্ত শিরায় আর আছে জিন-দোষ
পোষা মেনে যায় বুদ্ধিজীবীরা হয় বড় আপশোশ।


© অজিত কুমার কর