রাতের অতিথি
অজিত কুমার কর


দিনে তুমি দাও না কেন দেখা
সারাটাক্ষণ কাটাই একা একা।
আলো তোমার শত্রু কবে হল?
রাখব গোপন আমায় তুমি বল।


ঘুমোই যখন অন্ধকারে এসে
চুপিচুপি শব্দবিহীন হেসে
মাথার কাছে বস হেলান দিয়ে
খেল তুমি তখন আমায় নিয়ে।


আমার দুচোখ বন্ধ করে রাখি
তা না হলে উড়াল দেবে পাখি।
যা কর তা চোখবুজে সব দেখি
নরম ওমে আমি হৃদয় সেঁকি।


আলো ফোটার আগেই এ ঘর ফাঁকা
চুপটি করে আমার শুয়ে থাকা
আবার যখন সন্ধ্যাতারা হাসে
ভাবনা শুরু কখন পাব পাশে।


© অজিত কুমার কর