ঋতুর সাথে একাত্মতা


তাঁরে আমরা স্মরণ করি পঁচিশে বৈশাখে
পাখিরাও রইবে পাশে মিষ্টি-মধুর ডাকে।
কৃষ্ণচূড়া সাজিয়ে দেবে যত্নে ফুলের ডালি
কবির গলায় দুলবে ও' যে রইবে না তা খালি।


কবির গীতি দিয়েই হবে অনুষ্ঠানের শুরু
জীবন আমার ধন্য হতো পেলে অমন গুরু।
শুধু কি গান, লিখে গেছেন কবিতাও কতো
যেমনটি চাই মিলবে সবই যে যার মনোমতো।


বর্ষাঋতু কবির প্রিয় বিভব নিয়ে আসে
বৃষ্টি ফোঁটার জলতরঙ্গ কদম্বের সুবাসে।
ঝরোঝরো ঝরোঝরো ঝরে শ্রাবণধারা
লেখনি তাঁর সচল তখন সৃষ্টি মাঝে হারা।


বসন্তও পায় সমাদর কবিগুরুর কাছে
মৌমাছিদের আনাগোনা মঞ্জরিময় গাছে।
ঝরার পরে নতুন পাতা তখন শাখে শাখে
বসন্তকাল ফুরোলেও কোয়েল কুহু ডাকে।


@আজিত কুমার কর