রম্য রুবাই  সাত থেকে তেরো


আমারও খুব ইচ্ছে করে চলনবিলে কাটাই রাত
এই যে ওগো টুনটুনির বাপ করছ না তো কর্নপাত।
এবার শুধু আমরা দু'জন অতনু-নন্দিনী  বাদ
পূর্ণিমা আজ, আজই চল ধর-না গো আমার হাত।


                   ########


নৌকা ছিল ঘাটেই বাঁধা টুনটুনির বাপ ধরল হাল
পাশাপাশি বসল দুজন হয়নি এমন কতকাল।
গায়ে আতর সুরমা চোখে খোঁপায় গোঁজা কলকে ফুল
দ্বৈতকণ্ঠে রম্য গীতি হয় না যেন রাত সকাল।


                #########


পরের দিনই উড়ল পাখি বলে গেল লম্বা ট্যুর
সাথেসাথেই গেল কেটে গত রাতের মিহিন সুর।
বুঝতে বাকি রইল না আর, হৃদয়জুড়ে অবসাদ
এই কটাদিন লুটবে মজা জল গড়াবে বহুদূর।


                ######


পৌঁছে গেছে রাসের খবর টুনটুনির মা'র কানে
ট্যুরে যাবার নাম করে ও' ভাসে প্রেমের বানে।
ফিরুক ঘরে দেখবে মজা, শুধুই ফন্দি আঁটে
কোথায় থাকে কালনাগিনী কী মন্তর জানে!


                         ######


মন ভোলানোয় নোবেল প্রাইজ, সত্যি চমৎকার
প্রাচ্য থেকে টুনটুনির বাপ সফল দাবিদার।
হম্বিতম্বি কোথায় গেল নেতিয়ে পড়ে ঢেউ
বেলুন পুরো চুপসে গেল যেই পরাল হার।


                      #######


রাত ফুরোলে উঠবে রবি উবেই যাবে অঙ্গীকার
ডানাকাটা পরির জন্য ছড়াবে ও' নতুন চার।
কী মতলব আপনি জানে প্রকাশ পায় না ওই খবর
টসটসে ফুল দেখতে পেলে মতিগতি বদল তাঁর।


                       ##########


এসব খবর ছড়িয়ে পড়ে যেমন ছড়ায় পঙ্গপাল
আলু পেঁয়াজ আক্রা এখন বাজারে তো নয় আকাল।
টুনটুনির বাপ সওদা করে ফিরে গেল বাংলাদেশ
কয়েকটা দিন কাটল ভালোই গোলাপগুলো দারুণ লাল।