রং-তুলি-ক্যানভাস
অজিত কুমার কর


আঁকতে পারি আকাশ নদী আঁকতে পারি বাড়ি
মাছ এঁকেছি এমন আমি পুষি সুযোগ খোঁজে
সরে গেলেই চিবিয়ে খাবে শ্রম বিফলে যাবে
কেমন ক্ষতি হবে আমার পুষি কী আর বোঝে।


ঘরে আমার পোষ্য দুটি ভোলা এবং পুষি
মাছ মুরগি তাই আঁকি না প্রকৃতিকেই আঁকি
ঝরনা নামে পাহাড় থেকে প্রবল গতিবেগে
সারাটাদিন এসব কাজে আমি ব্যস্ত থাকি।


মেঘের কোলে রোদের হাসি ওদের লুকোচুরি
বাতাস পেলে মেঘবালিকা পাখির মতো ওড়ে
কোথায় যাবে জানে না মেঘ পেতেও পারে বাধা
আমার তুলি যখন বলে তখন পড়ে ঝরে।


ঝড়বাদলে পাখির বাসা যখন ভেঙে পড়ে
ছানাগুলোর করুণ দশা এঁকেছি ক্যানভাসে
দেখে আমার দুঃখ হল থাকি চুপটি করে
প্রাণ বাঁচানো হয়তো যেত পড়ত যদি ঘাসে।


শিশুর ছবি আঁকি যখন ঝিলিক লাগে চোখে
যখন শিশু মায়ের কোলে স্তন্যপানে রত
খুশি তখন ছলকে পড়ে প্রকাশ চোখে মুখে
দুখের ছবি আঁকতে গেলে করি ইতস্তত।


© অজিত কুমার কর