রুবাইয়াত-ই-অজিত কুমার ১২৪


চারশো তিরানব্বই


ফোঁপরা ঢেঁকির শব্দ বেশি মুচকি হাসে শাল-পিয়াল
জ্ঞানীগুণী নীরব শ্রোতা গণ্ডমূর্খের গলাই ঢাল।
'এখনও তো কুড়াই নুড়ি', বলেছিলেন নিউটন
জ্ঞানভান্ডার অতল সাগর মানুষ ছাত্র জীবৎকাল।


চারশো চুরানব্বই


শাকান্নতেই আছি সুখে পাই অফুরান বাতাস জল
দিন ফুরোলে সকলেরই ঠিকানা তো অস্তাচল।
প্রার্থনা এই সঙ্গে থেকো আমায় নিরাশ করো না
তোমার হাতের কোমল স্পর্শে প্রস্ফুটিত হৃৎকমল।


চারশো পঁচানব্বই


ধোপদুরস্ত পোশাক পরে বৃথা দৃষ্টি আকর্ষণ
স্বরূপ প্রকাশ আচরণে তখন প্রকট হিংস্র মন।
চিত্ত যদি শুদ্ধ না হয় গাইবে না গান বিহঙ্গ
মৌমাছিদের পছন্দ তাই সাগরতীরে গভীর বন।


চারশো ছিয়ানব্বই


শরৎ-আকাশ মায়াবী চাঁদ করল শুধুই ছলনা
কোথায় তুমি ছিলে সাকি ইচ্ছাপূরণ হলো না।
বিনিদ্র রাত কাটল আমার ক্লান্ত দেহ অবশ মন
বিস্মরণের ওষুধ তুমি দেবে কখন বল-না।


© অজিত কুমার কর