রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১২৭


পাঁচশো পাঁচ


চলছে আমার জ্ঞানের খরা দৃষ্টিভঙ্গি স্বচ্ছ নয়
দীর্ঘ সময় ধরে আমার পান-পেয়ালা শূন্য রয়।
তুমি একটু সদয় হলেই খুলে যাবে আমার চোখ
পেয়ালা তাই পূর্ণ কর পান করে হই দীপ্তিময়।


পাঁচশো ছয়


মরীচিকার পিছে ছুটে মিলল না এক ফোঁটাও জল
ভুলেই গেলে পাহাড়-গায়ে ঝরনা ঝরে অনর্গল।
অফুরন্ত যার ভাণ্ডার তাঁর দিকে চোখ পড়ল না
দৃষ্টি এমন ক্ষীণ হলে কী কেউ কখনো হয় সফল?


পাঁচশো সাত


আর পাঁচজন লোকের মতো দুঃখব্যথায় হই কাতর
এক মুহূর্তে সব ভুলে যাই যখন শিরে সাকির কর।
চোখের সামনে তখন দেখি নৃত্যরতা অপ্সরী
রেশ কাটে না অনুভূতির ভরে ওঠে এ অন্তর।


পাঁচশো আট


একটি সুতোয় গাঁথা আছে ভালোবাসার হরেক ফুল
ভ্রমর প্রজাপতি আসে ভাবতে নারাজ করল ভুল।
বর্ণমালার বর্ণ দিয়ে গেঁথে গেলাম এই মালা
কেমন হল বলবে পাঠক মত জানতে হই ব্যাকুল।


© অজিত কুমার কর