রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৩০


পাঁচশো সতেরো


সারাদিনের মুক্ত জীবন সন্ধ্যা হলেই হাঁসের শেষ
আমার সময় ফুরিয়ে গেলে যেতে হবে কোন সে দেশ।
ওরা ঢোকে খুব সহজে কুঠুরিটির দোর খোলা
কে জানাবে কোথায় যাব কখন আসবে সে নির্দেশ।


পাঁচশো আঠারো


চরিত্র কী কাচের চুড়ি টুসকি দিলেই নষ্ট হয়!
ফুলের দিকে নজর দিলেই অপবাদের বন্যা বয়।
গল্পগুজব একটু ছোঁয়া মহাভারত অশুদ্ধ!
তাহলে তো ফুলের সাথে হবে না ভাব বিনিময়।


পাঁচশো উনিশ


কচুরিপানা হোগলাকে কেউ মুখ ফিরিয়ে দেখে না
কিন্তু যখন ফুল ফোটে তাঁর পুলক তখন ধরে না।
এরা তখন রূপবতী কীসের জন্য দৃষ্টিপাত?
ভালোবাসা একটুও কী ওদের ভাগ্যে জুটবে না।


পাঁচশো কুড়ি


আগুন লাগলে ক'জন ছোটে বালতি হাতে জল দিতে
হাত গুটিয়ে রইবে বসে মুখটি ঢাকা শার্সিতে।
ব্যথায় যখন হৃদয় পোড়ে দেয় না এসে সান্ত্বনা
অংক কষে চলে ওরা দক্ষ পাটিগণিতে।


© অজিত কুমার কর