রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৩৬


৫৪১
রাতের ভালোবাসায় যেমন নয়ন মেলে শিউলিফুল
অরুণকিরণ মেখে জবার মায়ের জন্য প্রাণ আকুল।
দুরূহ কাজ হয় সহজে প্রেমের পরাগ লাগলে গা'য়
ভালোবাসা বিলিয়ে দিলে অকূলেও মিলবে কূল।


৫৪২
গঙ্গা-পদ্মায় সিনান করে রাখবো হৃদয় পরিষ্কার
ফুলের দিকে রইব চেয়ে লিখবো পঙক্তি কবিতার।
পাঁকালের গা'য় পাঁক লাগে না পাঁকেই থাকে সারাক্ষণ
মুক্ত বাতাস করবো সেবন বাজবে তালে মন-সেতার।


৫৪৩
প্রজাপতির নির্বন্ধেই ঘটে বিবাহবন্ধন
জন্মলাভের সাথে সাথেই সমাপ্ত ললাট-লিখন।
পুনর্জন্ম লাভের জন্য আত্মা খোঁজে মা'র জঠর
পূর্ব নির্ধারিত ছিল তোমার আমার এই মিলন।


৫৪৪
বন্যাকবলিত গাঁয়ে খড়ে ছাওয়া ঘর আমার
তুমি হলে শহরবাসী অট্টালিকার কী বাহার!
গুণবতী কন্যা তুমি আমি অতি নগণ্য
কীভাবে কী হয়ে গেল কাঁপল মনোবীণার তার।


© অজিত কুমার কর