রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৩৭


৫৪৫
নদী আমার, নদী তোমার কংসাবতী সকলের
সাঁতার কেটে এপার-ওপার যতই থাকুক বেগ স্রোতের।
নদীর সাথে জড়িয়ে আছে অসংখ্য লোকের জীবন
কখন তোমায় মন দিয়েছি বোধহয় তুমি পাওনি টের।


৫৪৬
কখন হাসায়, আবার কাঁদায় যখন দুকূল ছাপায় বান
খেতের ফসল জলের তলায় বিষাদগ্রস্ত চাষির প্রাণ।
আমারও মন তখন ব্যাকুল জানি তোমার মন তেমন
জল নামলেই স্বস্তি সবার পাখপাখালি শোনায় গান।


৫৪৭
তুমি আসবে তাই ফুটেছে শেফালিকা-পদ্ম-কাশ
এটার জন্য মুখিয়ে থাকি কাটবে ভালই অবকাশ।
ভেসে বেড়াই সারাটাদিন যেমন ভাসে শুভ্র মেঘ
রাত্রি থেকে আমাকে দেয় শেফালিকা তাঁর সুবাস।


৫৪৮
তুমি তখন সামনে আমার যখন চাঁপায় ফুল ধরে
স্বর্ণচাঁপা তোমার প্রিয় ঢেউ খেলে যায় অন্তরে।
গাছের ডালে নীড় বেঁধেছে কদিন আগে বুলবুলি
জানলা দিয়ে ওদের দেখি শিস দিলে মন যায় ভরে।


© অজিত কুমার কর