রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৩৮


৫৪৯
বল বল শীঘ্র বল কীসের জন্য মন খারাপ
তোমার মুখে মেঘ জমলে বাড়ে আমার রক্তচাপ।
বলা-মাত্র করব তামিল বজ্রপাতকে বেজায় ভয়
এক ধমকে ভূপতিত হস্ত থেকে চায়ের কাপ।


৫৫০
যে জল বাঁচায় জীবের জীবন রঙিন হলে তা যৌবন
আকাশ তখন হাতের মুঠোয় পাখনা মেলে মন তখন।
মনের কী দোষ, মন তো পাখি, খাঁচায় থাকতে চায় না আর
কোথায় যাবে ভাবতে থাকে ঘোর না কাটে যতক্ষণ।


৫৫১
তোমরা আমায় দস্যি বল তেমন দস্যি হলাম কই?
সুভাষচন্দ্র, বাঘাযতীন ওদের দিকে তাকিয়ে রই।
শৈশবে যা-কিছু করি সকল শিশুই তাই করে
আমার তো খুব ইচ্ছে করে দেশের কাজে ব্রতী হই।


৫৫২
পথের পাশে তোমার বাড়ি ফুলের সাজি ওই হাতে
বেড়াতে যাই ওপথ দিয়ে একা আমি রোজ প্রাতে।
যেই চেয়েছি কয়েকটা ফুল বাড়িয়ে দিলে একমুঠো
ফুলের সাথে বাড়তি পেলাম মিষ্টি হাসি একসাথে।


© অজিত কুমার কর