রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৩৯


৫৫৩
ঘরেই আছো, কও না কথা সবটাই কি আমার দোষ?
ভাববাচ্যে যাচ্ছ ঝেড়ে একনাগাড়ে জমাট রোষ।
সমাধান হোক চাও কি তুমি? তবে একটু শান্ত হও
দুজন যদি গোঁ ছেড়ে দিই উবে যাবে অসন্তোষ।


৫৫৪
হিমমাখানো ছাতিম-সুবাস শিশিরসিক্ত দূর্বাদল
হাজার হাজার মানিক যেন রবির আলোয় সমুজ্জ্বল।
মুখোমুখি এক ললনা হাতে একটি লাল গোলাপ
হাসিমুখে সামনে দাঁড়ায় নীরব তখন পায়ের মল।


৫৫৫
ভোর না হতেই শেফালি পায় দূর্বাদলের আলিঙ্গন
কান পাতলে শোনা যাবে ওদের কথোপকথন।
প্রভাত হলেই খুকুমণি ছুটে যাবে শিউলিতল
কুড়িয়ে যখন গাঁথবে মালা তখন পাবে মা'র চরণ।


৫৫৬
প্রথম যেদিন 'তুমি' হলে স্বপ্নরঙিন এক নিশীথ
তারপর তো মধুর যাপন শুনিয়েছ কতই গীত।
কত বছর কেটে গেছে মনে পড়ে সেসব দিন
ভবিষ্যতেও 'তুমি-আমি' এ সম্পর্ক প্রশ্নাতীত।


© অজিত কুমার কর