রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪০


৫৫৭
বেশি লাভের জন্য যারা কম দিচ্ছে ওজনে
যতই ঠকাক খদ্দেরকে তৃপ্তি কি পায় সে মনে?
উপরওয়ালা দেখছে সবই আপন কবর খুঁড়ছে সে
ক্রেতার কিছু যায় আসে না বিন্দাস রয় সদনে।


৫৫৮
দীপাবলির রাত্রিতেও একটিও দীপ জ্বালিনি
তুমি তখন সামনে আমার চলছে বেজে শিঞ্জিনী।
কালোর ভিতর এত আলো আমার দু চোখ ধাঁধিয়ে যায়
সকল সময় রও না কেন ও মেনকা-নন্দিনী?


৫৫৯
আঁধার কালো তুমিও কালো সমস্ত রং নাও শুষে।
রাত্রিশেষে রবির উদয় পূর্বদিকে প্রত্যুষে।
তুমি যখন সামনে থাক কী চাইবো তা যাই ভুলে
আমি তখন কল্পলোকে সম্মোহিত জৌলুসে।


৫৬০
নদী বলল, 'দাঁড়িয়ে কেন ঝাঁপিয়ে পড় এই বুকে
এত ভাবার কিই বা আছে পারে যাবে খুব সুখে।
ঘূর্ণিপাকে নৌকা ডোবে কর্মকাণ্ড তখন শেষ
আমার স্নিগ্ধ স্রোতোধারার জন্ম কিন্তু গোমুখে।'


© অজিত কুমার কর