রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪১


৫৬১
তুমিই পারো কাটিয়ে দিতে আমার যত হতাশা
তোমার সৃজন কত সুন্দর হারিয়ে ফেলি সব ভাষা।
ছন্নছাড়া জীবনটাকে আনতে পারো ঠিক পথে
প্রহর গুনে যাচ্ছি আমি পূরবে কবে সেই আশা।


৫৬২
নদীর মতোই বুকে আমার বিষণ্ণতার বালুচর
এ বালুচর যায় না দেখা দগ্ধ হচ্ছে এ অন্তর।
ও প্রিয়তি কোথায় তুমি ঝরনা হয়ে ভরিয়ে দাও
তা না হলে হারিয়ে যাব বাড়াও তোমার কোমল কর।


৫৬৩
দিবারাত্র ডাকছি তোমায় মুখ ফিরিয়ে থেকো না
কী করে দিন কাটবে আমার হৃদয়-শূন্য রেখো না।
তোমার করস্পর্শতে হয় সঞ্চারিত শিলায় প্রাণ
যদি কোনও ভুল ত্রুটি হয় ক্ষমার চোখে দেখো-না।


৫৬৪
তুমি ছাড়া অন্ধ আমি হারিয়ে ফেলি সঠিক পথ
দরদিয়া কোথায় তুমি পূরণ করো মনোরথ।
যষ্টি ছাড়া কী করে যাই থমকে দাঁড়াই বারংবার
হোঁচট খেয়ে হুমড়ে পড়ি হাতে পায়ে হাজার ক্ষত।


© অজিত কুমার কর