রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪২


৫৬৫
তোমার মতো কেউ পারে না ছাড়িয়ে দিতে কঠিন জট
চালিয়ে যাচ্ছে চেষ্টা মানুষ আজও খুঁজে পায়নি তট।
মহাবিশ্ব কত বড় কী তাঁর সৃষ্টি রহস্য
আর কতদিন লাগতে পারে পৌঁছাতে তার সন্নিকট?


৫৬৬
কার্যসিদ্ধি না হলে তো জমতে থাকে হতাশা
ভেবেছিলাম স্বস্তি দেবে পূরণ করে এই আশা।
সকাল থেকে রাত অবধি রোজ তো কর্ম করে যাই
আর কীভাবে এগিয়ে যাব দাও জোগিয়ে সেই ভাষা।


৫৬৭
অতি কষ্টে দিন গুজরান মা-বাপহারা এক মেয়ের
কাঁচা লঙ্কা বিক্রি করে ফেরাতে চায় তাঁর আখের।
একা তো নয় পোষ্য দুটি পিঠোপিঠি ভাই ও বোন
প্রভুর কৃপা বর্ষিত হোক এ প্রার্থনা অনেকের।


৫৬৮
শুধু একটু করুণা চাই চাই না কোনও রাজ্যপাট
খেয়াঘাটে যাব যখন তাড়িয়ো না পত্রপাঠ।
তুমি পারাপারের মাঝি আমি তোমার সওয়ারি
পারানি নেই তাই বলে কি বন্ধ রাখবে খেয়াঘাট?


© অজিত কুমার কর