রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪৩


৫৬৯
অদৃশ্য এক শক্তি পিছে তাই সহজে পথ চলি
তুমি ছাড়া আর কেউ নয় দিলাম পায়ে অঞ্জলি।
চিনতে আমার ভুল হয়ে যায় যখন তুমি হও সাকার
যেভাবেই হোক সঙ্গে থেকো মনে মনে রোজ বলি।


৫৭০
হেমন্তিকার পরশ পেতেই উঠলো রেঙে ধানের শিষ
আনন্দ তাই চাষির ঘরে খোশগল্প অহর্নিশ।
ধানের শিষে ঠোকর দিয়ে আগে পাখির নবান্ন
চাষির ঘরে নবান্নতে ওরা তখন মারবে শিস।


৫৭১
জনমানবশূন্য পথে পড়ল আমার মাথায় ঢিল
তাও আবার দিনদুপুরে দেখতে পেলে দিতাম কিল।
বন কাঁপিয়ে বিকট হাসি এবার ভয়ে কম্পিত
দৌড়ে যাব সামনে ও কে! গালে অটুট মস্ত তিল।


৫৭২
প্রথম-দেখার দিনের মতোই বৃষ্টি হচ্ছে অঝোর আজ
বৃষ্টিফোঁটার শব্দ যেন বীণায় নিপুণ কারুকাজ।
সেদিন তুমি সামনে ছিলে দাঁড়িয়ে আছি আজ একা
ছন্দপতন হয়ে গেল যখন সামনে পড়লো বাজ।


© অজিত কুমার কর