রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৪৪


৫৭৩
স্বস্তি ও সমৃদ্ধি আনে অগ্রাহায়ণ এ বাংলায়
নলেনগুড়ের মিষ্টি, মোয়া এই সময়েই পাওয়া যায়।
ঘরে ঘরে পিঠা পায়েস এখন হামারভর্তি ধান
গ্রামবাসীরা মহানন্দে মহোৎসবে গা ভাসায়।


৫৭৪
ধানের শিষে রং ধরেছে হারিয়ে গেছে সে যৌবন
তবুও তাঁর আনন্দ খুব ভরে গেছে চাষির মন।
মনোবাঞ্ছা পরিপূর্ণ যখন এলো নবান্ন
খুশির প্লাবন গ্রামবাংলায় ধনলক্ষ্মীর আগমন।


৫৭৬
এবার দেখি বঙ্গদেশে শীঘ্র শীতের আগমন
চাষিভাইরা ঘুরছে মাঠে ফসল তোলার দিকে মন।
মাঠে এখন নেইকো সবুজ কেবলই তা সোনালি
গৃহিণীরাও উৎসাহিত গুঞ্জরিত যে যৌবন।


৫৭৬
প্রকৃতি তো লোভ দেখাবেই ক'জন করে সংবরণ
চেতনা ও মনুষ্যত্ব বাধা দেবে অনুক্ষণ।
আগ্রাসীকে এমন মানুষ করতে পারে নিরস্ত
সাহসী তো হতেই হবে ক্ষণস্থায়ী এই জীবন।


© অজিত কুমার কর